শিরোনাম ::
নোটিশ ::
বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ঘোষণা

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ০৫:০১:৫২ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / 95

বগুড়া সদরের গোকুল ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ইং অর্থনবছরের প্রস্তাবিত উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ অডিটরিয়ামে ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়ার সভাপতিত্বে সচিব আলমগীর শেখ এর সঞ্চালনায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ঘোষণা করেন, ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া। ২০২৩- ২৪ অর্থ বছরে ১ কোটি ৮৮ লাখ ৪২হাজার ১শ’ ২৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৮৭ লাখ ৭৯ হাজার ৯শ’ ৮২টাকা। উদ্বৃত্ত ধরা হয়েছে ৬২ হাজার ১শ’ ৪৫টাকা। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শাহানারা বেগম, রিনা বেগম, মিনি বেগম, বজলুর রহমান, সাফি আলম, ফাহিনুর ইসলাম, আব্দুল কাফি মন্ডল, রেজাউল করিম টুলু, আবু রাশেদ আমিনুর, আতিকুর রহমান, মোফাজ্জল হোসেন যাদু, নুর আলম মিলন, উদ্যোক্তা রাজু আহম্মেদসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় চেয়ারম্যান জিয়া বলেন, আপনারা সকলেই সময় মতো কর পরিশোধ করবেন। তাহলে সরকারের উন্নয়নের পাশাপাশি ইউনিয়ন পরিষদের মাধ্যমেও আপনাদেরকে আরো উন্নত সেবা দিতে পারবো। ইউনিয়নে বিভিন্ন কাঁচা রাস্তা সংষ্কার, কালভার্ট, ব্রীজ নির্মাণ, কৃষি সেচে সহযোগিতা, দরিদ্র হ্রাসকরণ সামাজিক নিরাপত্তা, যুব ও মহিলা বেকারদের কর্ম সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হবে। এই বাজেট সভায় তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।