শিরোনাম ::
নোটিশ ::
নন্দীগ্রামে ভাটগ্রাম ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম

মামুন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৩১:১০ অপরাহ্ন, বুধবার, ৩১ মে ২০২৩
- / 104

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছে আব্দুল হাকিম। ৫নং ভাটগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গমন করায় তার স্থলে ১নং ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল হাকিম মঙ্গলবার (৩০ মে) ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছেন। এ বিষয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিম বলেন, চেয়ারম্যান আবুল কালাম আজাদ পবিত্র হজব্রত পালনের জন্য সৌদি আরব গমন করায় আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ করেছি। সবার সহযোগিতায় আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করতে চাই। আশা রাখি সবারই সহযোগিতা পাবো ইনশাআল্লাহ।