বগুড়া আদমদীঘিতে জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী পালিত

- আপডেট সময় : ০৪:৪৩:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মে ২০২৩
- / 114

বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২তম শাহদত বার্ষিকী উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি উদ্যাগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। কর্মসুচী মধ্যেছিল সকাল ৭ টায় উপজেলার দলীয় কাযার্লয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহিদ রাষ্টপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান ও বেলা ১১টায় দলীয় কাযার্লয়ে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মহিত তালুকদারের সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসুচীতে নেতাকর্মীরা এবং সর্বস্থরের মানুষের উপস্থিতে প্রমান করে যে বিএনপিই একমাত্র সঠিকভাবে রাষ্ট্র পরিচলনায় করে। আলোচনা শেষে জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ জিয়া পরিবারের সকলের সুস্থতা ও দীঘার্য়ু কামনা করে দোয়া করা হয়। দোয়ার পর স্থানীয় মাদ্ররাসার এতিম ছাত্র ছাত্রীও গরীবদের মাঝে খাবার বিতরন করা হয়।