শিরোনাম ::
নোটিশ ::
নন্দীগ্রামে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদক উদযাপন উপলক্ষে আলোচনা সভা

মামুন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:২৪:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / 114

বগুড়ার নন্দীগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় ও উৎসবের আমেজ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১ টায় পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন রানা এলএলবি, জেলা পরিষদের সদস্য মুকুল হোসেন, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, শ্রাবণী আকতার বানু।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার আদনান বাবু, বীর মুক্তিযোদ্ধা ওয়াশীম হোসেন, আ’লীগ নেতা শফি উদ্দিন, গোলাম মোস্তফা গামা, শিক্ষা অফিসার আব্দুল কাইয়ুম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মাহফুজা বেগম সহ সাংবাদিকবৃন্দ। উক্ত অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তিতে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাত তার নিজের রচিত প্রবন্ধ পাঠ করে শুনান।