গাবতলীতে স্ত্রীর বিরুদ্ধে স্বামীর অর্থ চুরির মামলা

- আপডেট সময় : ০৭:৩৮:২৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / 93

বগুড়ার গাবতলীতে স্বামী হয়ে স্ত্রীর বিরুদ্ধে দেড় লক্ষ টাকা চুরির অভিযোগ এনে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার মহিষাবান ইউনিয়নের পেরিরহাট গ্রামে।
অভিযোগসূত্রে জানা গেছে, বিগত ২০বছর আগে উল্লেখিত পেরিরহাট গ্রামের মৃত সুরুজ্জামানের ছেলে হাসেন আলী (৪২) একই ইউনিয়নের ভাল্লুকমারী গ্রামের নজরুল ইসলামের মেয়ে নাছিমা বেগম (৩৯)কে বিয়ে করে। দীর্ঘ ২০বছরে ঘর সংসার করাকালে ২ছেলে ও ১ মেয়ে জন্মগ্রহণ করে। কিন্তু বিয়ের পর থেকেই স্ত্রী নাছিমা তার স্বামীর সাথে ঝগড়া-বিবাদ ও মানষিক নির্যাতন করে আসছিল। এরই এক পর্যায়ে গত ২৪ মে সকাল ৮টায় বাড়ীতে কেউ না থাকার সুযোগে স্ত্রী নাছিমা শয়নঘরে গচ্ছিত রাখা দেড় লক্ষ টাকা নিয়ে বাড়ী হতে অজ্ঞাতস্থানে চলে যায়। এ ঘটনায় হাসেন আলী বাদী হয়ে তার স্ত্রীর বিরুদ্ধে গত ২৭ মে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।