শিরোনাম ::
নোটিশ ::
কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট ঘোষনা

আব্দুল মতিন, কাহালু(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
- / 80

রোববার দুপুরে বগুড়ার কাহালুর বীরকেদার ইউনিয়ন পরিষদে ২০২৩-২৪ অর্থ বছরের ১ কোটি ২৩ লক্ষ ৩৯ হাজার ৫’শ ৪০ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
উক্ত উন্মুক্ত বাজেট ঘোষনা করেন বীরকেদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পির সচিব টি এম হেলাল হাফিজ, কাহালু থানার এ এস আই মনিরুল ইসলাম, বীরকেদার ইউ পির হিসাব সহকারী সাবিহা সুলতানা, ইউ পি সদস্য আনিছুল রহমান, সাঈদী সরদার, সাবানা আক্তার, মিতালী বেগম, আনোয়ারা বেগম, সৈয়দ মজিবুর রহমান, মুনির উদ্দিন সরদার, মেরাজুল ইসলাম, সোহেল রানা, আনছার আলী, স্থানীয় সাংবাদিক সহ অত্র ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ।