বগুড়া ১১:১৬ অপরাহ্ন, রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ২৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ
নোটিশ ::
"বগুড়া বুলেটিন ডটকম" এ আপনাকে স্বাগতম। বগুড়ার প্রত্যেক উপজেলায় ১জন করে প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। ফাঁকা উপজেলাসমূহ- সদর, শাজাহানপুর, ধনুট, শেরপুর, নন্দীগ্রাম

কাহালুতে নাতী বউকে ধর্ষনের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার

আব্দুল মতিন, কাহালু(বগুড়া)প্রতিনিধি
  • আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩
  • / 107
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়ার কাহালুতে নাতী বউ (২২)কে ধর্ষনের অভিযোগে আমজাদ সাকিদার (৭০) নামের এক ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দরগাহাট এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আমজাদ দরগাহাটের মৃত মনির উদ্দিন সাকিদারের পুত্র।
স্থানীয় লোকজনের তথ্যমতে আমজাদ মোট ১১টি বিয়ে করে। বর্তমানে তার ঘরে এখনো তিনটি বউ রয়েছে। এই ভন্ড কবিরাজের নানা কু-কর্মে ঘরে থাকা স্ত্রীরা সহযোগীতা করে। এই ভন্ড কবিরাজের একটি হাত নেই তারপরেও মানষিক রোগ সহ মেয়েদের বিভিন্ন রোগ ভালো করার নাম করে সে নানা কু-কর্ম করে বেড়ায়।
রোববার ভোরে ভাত রান্নার জন্য প্রতিবেশী নাতী বউ বাহিরে খড়ি আনতে গেলে ভন্ড কবিরাজ তাকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে নিয়ে গিয়ে নাতী বউকে জোরপূর্বক ধর্ষন করে ওই ভন্ড কবিরাজ। এদিকে খড়ি আনতে গিয়ে আর বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হন তার স্বামী ও শশুড়ালয়ের লোকজন। তাদের সন্দেহ মোতাবেক প্রতিবেশীরা ভন্ড কবিরাজের বাড়িতে গিয়ে একটি ঘরে তাকে পান। তার পড়নের কাপড়চোপড় এলোমেলো দেখে জিজ্ঞাসা করলে গৃহবধু বিষয়টি খুলে বলে।
ধর্ষিত গৃহবধু জানান, ভন্ড কবিরাজ আমজাদ প্রায় ১ বছর আগে থেকে নানা ছলনায় তাকে বাড়িতে ডেকে নেয়। ঘটনার দিন ভাত রান্নার খড়ি আনতে গেলে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে ভন্ড কবিরাজ আমজাদ।
কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনাটি ঘটার পর স্থানীয় লোকজন তাকে আটকে রেখে ৯৯৯ এ ফোন করলে আমজাদকে ধরে আনা হয়। পরে ওই গৃহবধুর স্বামী ও আত্বীয় স্বজনসহ থানায় এসে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নেওয়ার পর গ্রেফতারকৃত আমজাদকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে মেডিকেলে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কাহালুতে নাতী বউকে ধর্ষনের অভিযোগে ভন্ড কবিরাজ গ্রেফতার

আপডেট সময় : ০৫:৫৪:২০ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩

বগুড়ার কাহালুতে নাতী বউ (২২)কে ধর্ষনের অভিযোগে আমজাদ সাকিদার (৭০) নামের এক ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দরগাহাট এলাকায় এই ঘটনা ঘটে। গ্রেফতারকৃত আমজাদ দরগাহাটের মৃত মনির উদ্দিন সাকিদারের পুত্র।
স্থানীয় লোকজনের তথ্যমতে আমজাদ মোট ১১টি বিয়ে করে। বর্তমানে তার ঘরে এখনো তিনটি বউ রয়েছে। এই ভন্ড কবিরাজের নানা কু-কর্মে ঘরে থাকা স্ত্রীরা সহযোগীতা করে। এই ভন্ড কবিরাজের একটি হাত নেই তারপরেও মানষিক রোগ সহ মেয়েদের বিভিন্ন রোগ ভালো করার নাম করে সে নানা কু-কর্ম করে বেড়ায়।
রোববার ভোরে ভাত রান্নার জন্য প্রতিবেশী নাতী বউ বাহিরে খড়ি আনতে গেলে ভন্ড কবিরাজ তাকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে যায়। সেখানে একটি ঘরে নিয়ে গিয়ে নাতী বউকে জোরপূর্বক ধর্ষন করে ওই ভন্ড কবিরাজ। এদিকে খড়ি আনতে গিয়ে আর বাড়িতে না আসায় তাকে খুঁজতে বের হন তার স্বামী ও শশুড়ালয়ের লোকজন। তাদের সন্দেহ মোতাবেক প্রতিবেশীরা ভন্ড কবিরাজের বাড়িতে গিয়ে একটি ঘরে তাকে পান। তার পড়নের কাপড়চোপড় এলোমেলো দেখে জিজ্ঞাসা করলে গৃহবধু বিষয়টি খুলে বলে।
ধর্ষিত গৃহবধু জানান, ভন্ড কবিরাজ আমজাদ প্রায় ১ বছর আগে থেকে নানা ছলনায় তাকে বাড়িতে ডেকে নেয়। ঘটনার দিন ভাত রান্নার খড়ি আনতে গেলে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষন করে ভন্ড কবিরাজ আমজাদ।
কাহালু থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, এই ঘটনাটি ঘটার পর স্থানীয় লোকজন তাকে আটকে রেখে ৯৯৯ এ ফোন করলে আমজাদকে ধরে আনা হয়। পরে ওই গৃহবধুর স্বামী ও আত্বীয় স্বজনসহ থানায় এসে একটি ধর্ষন মামলা দায়ের করেন। মামলা নেওয়ার পর গ্রেফতারকৃত আমজাদকে আদালতে পাঠানো হয়েছে। সোমবার সকালে ডাক্তারী পরীক্ষার জন্য ওই নারীকে মেডিকেলে পাঠানো হবে।