শিরোনাম ::
নোটিশ ::
সিরাজগঞ্জে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু

লুৎফর রহমান লিটন,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৭:০৫:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / 100

সিরাজগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
সিরাজগঞ্জের শাহজাদপুরে ফসলের মাঠে বজ্রপাতে সুলতান প্রামানিক (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ মে) সকালে উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামে এ বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত কৃষক সুলতান চর আঙ্গারু গ্রামের মৃত ফয়জাল প্রামানিকের ছেলে।
কায়েমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল আলম বলেন, সকালে সুলতানসহ কয়েকজন কৃষক মাঠে ধান কাটতে যায়। এসময় আকাশে মেঘ দেখা দিলে সবাই দৌড়ে নিরাপদ স্থানে আশ্রয় নেয়।
সুলতান বৃদ্ধ হওয়ায় দৌড়ে যাওয়া সম্ভব হয় না তার। পরে সে হেঁটে যাওয়ার সময় বজ্রপাত হলে জ্ঞান হারিয়ে ফেলেন। উদ্ধার করে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাদপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :

- সর্বশেষ সংবাদ
- জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম ::