নন্দীগ্রামে সরকারি খাস পুকুরপাড়ের গাছ কর্তন করায় থানায় মামলা

- আপডেট সময় : ০৪:৩৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / 123

বগুড়ার নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো মৌজার সরকারি পুকুরপাড়ের ৫টি ইউক্যালিপটাস গাছ কর্তন করায় থানায় মামলা হয়েছে। জানা গেছে গত ১৯ মে নন্দীগ্রাম উপজেলার থালতা মাঝগ্রাম ইউনিয়নের বাঁশো গ্রামের মৃত আকবর আলীর ছেলে আখতারুজ্জামান বুলু ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের সামনে বাঁশো মৌজার সরকারি খাস পুকুরেরপাড় হতে ৫টি বড় ইউক্যালিপটাস গাছ কর্তন করে।আখতারুজ্জামান বুলু নিজের মালিকানা জায়গার গাছ দাবি করে। কিন্তু ১ সপ্তাহ পেরিয়ে গেলেও সে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলামকে কোনো প্রমাণ দেখাতে পারেনি। পরে গত ২৫ মে তিনি সরেজমিনে পরিদর্শন করে থালতা মাঝগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জমশেদ আলীকে মামলা করার নির্দেশ দেন। পরে থালতা মাঝগ্রাম ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা জমশেদ আলী বাদী হয়ে নন্দীগ্রাম থানায় নিয়মিত মামলা দায়ের করেন। কর্তনকৃত গাছগুলো স্থানীয় ইউপি চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম বলেন, ভবিষ্যতে এ ধরণের অপকর্ম কেউ করলে আরও কঠোর হম্তে দমন করা হবে।