ধুনটে গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগে মামলা, গ্রেপ্তার ১

- আপডেট সময় : ০৪:২১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / 98

বগুড়ার ধুনটে এক গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগে দায়ের করা মামলার আসামী আব্দুল মান্নানকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার মাঠপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আব্দুল মান্নান উপজেলা সদর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ওই গৃহবধু শুক্রবার রাত ৯টার দিকে নিজ বাড়ির ঘরের ভেতর টিভি দেখছিলেন। এসময় আব্দুল মান্নান কৌশল করে ওই গৃহবধুর নিকট একটি বেগুন চেয়ে ঘরের ভেতর প্রবেশ করে। এসময় বাড়িতে কেউ না থাকার সুযোগে আব্দুল মান্নান ওই গৃহবধুকে ঘরের ভেতর শ্লীলতাহানী করে।
গৃহবধুর চিৎকারে আশপাশে লোকজন ছুটে এলে আব্দুল মান্নান কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এই ঘটনায় ওই গৃহবধু বাদি হয়ে শুক্রবার রাত ১১টার দিকে আব্দুল মান্নানকে আসামী করে থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর পুলিশ তাৎক্ষনিকভাবে অভিযান চালিয়ে মামলার আসামী আব্দুল মান্নানকে মাঠপাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করে।
ধুনট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, গৃহবধুকে শ্লীলতাহানীর অভিযোগে দায়ের করা মামলাটি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। শনিবার দুপুরের দিকে মামলার আসামী আব্দুল মান্নানকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।