কাহালুতে আওয়ামী যুবলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৭:০২:২৮ অপরাহ্ন, শনিবার, ২৭ মে ২০২৩
- / 91

শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে এক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
শান্তি সমাবেশে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি গোলাম ফেরদৌস।
কাহালু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী টনির সঞ্চালনায় উক্ত শান্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক নাছির উদ্দিন নান্নু। বিষেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা যুবলীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কাহালু উপজেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, মুক্তযোদ্ধা বিষয়ক সম্পাদক বিপুল কুমার, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরেন বাগ সিদ্দিকি রেন্টু, কাহালু পৌর যুবলীগ সভাপতি আব্দুল আলিম রানা, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, পাইকড় ইউনিয়ন যুবলীগের আহবায়ক শ্যামল চন্দ্র প্রমুখ।