মিথ্যা প্রচার চালিয়ে মানহানীর অপচেষ্টার প্রতিবাদে কাহালু প্রেসক্লাবে সংবাদ সস্মেলন

- আপডেট সময় : ০৬:২১:১৬ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / 123

বুধবার দুপুরে বগুড়ার কাহালু প্রেসক্লাবে উপস্থিত হয়ে মিথ্যা প্রচার চালিয়ে মানহানীর অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সস্মেলন করেন উপজেলার নারহট্র গ্রামের মৃত কাজেম উদ্দিনের পুত্র সাবেক ইউ পি সদস্য তোতা মিয়া শাহানা।
সংবাদ সস্মেলন লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন যে, গত ১৯ মে/২৩ তারিখে একটি ফেসবুক থেকে ভিডিও সহ মৃত যোগেশ চন্দ্রের পুত্র ভবেশ চন্দ্র এবং খাজের আলীর পুত্র নাজিম উদ্দিনের যোগসাজসে তাদের ব্যাক্তিস্বার্থ চরিতার্থে আমার বিরুদ্ধে অসত্য ভিত্তহীন তথ্য পরিবেশনের মাধ্যমে মানহানীর অপচেষ্টায় লিপ্ত হয়েছে। কাহালু উপজেলার নারহট্র মৌজার সর্বশেষ আর এস খতিয়ান ১ দাগ নং ৪০৯ দাগের .৯৩ শতাংশ শ্রেনী ডোবা, বাংলা ১৪১০ সাল থেকে কাহালু উপজেলা জলমহাল বন্দোবস্ত কমিটি কর্তক সরকারী নীতিমালার আলোকে লীজ প্রদান করে আসছে। এরই ধারা বাহিকতায় বাংলা ১৪২৯ সাল থেকে নারহট্র সততা মৎস্যজীবি সমবায় সমিতি লিঃকে ৩ বছরের জন্য লীজ প্রদান করেন এবং ২৪/০৪/২০২৩ তারিখে ওই সমিতি লীজ মানি ও পরিশোধ করি। তারা সরকারের বিরুদ্ধে আদালতে গিয়ে ব্যর্থ হয়ে আমাকে হেনস্থ করার ষড়যন্ত্রে মেতে উঠেছে। এ যেন “উদোর পিন্ডি বুদার ঘাড়ে” চাপানোর অপপ্রয়াস। প্রকৃতপক্ষে ভবেশ দীর্ঘদিন ধরে এলাকায় থাকেন না। তার নাম ব্যবহার করে নাশকতা মামলার আসামী ফিরোজ এর বাবা নাজিম উদ্দিন। তিনি একজন এলাকার চিহিৃত ভূমিদস্যু ও দাদন ব্যবসায়ী। তিনি নারহট্র মৌজার আর এস ১ নং খতিয়ানে ১৫৩৬ দাগে .১৮ শতক, ৭০২ দাগে .৮৪ শতক এবং ৩৫৭ দাগে .৫৪ শতক মোট ১.৫৬ শতাংশ সরকারী সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখল করে আসছে। আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারী সম্পত্তি অবৈধ ভাবে ভোগ দখলকারী এলাকার চিহিৃত ভূমিদস্যুদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া জন্য প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।