শিরোনাম ::
নোটিশ ::
নন্দীগ্রামে দলবেঁধে শিশু ধর্ষণের অভিযোগ

মামুন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৫৪:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / 140

বগুড়ার নন্দীগ্রামে নয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের ধুন্দার গ্রামে এই ঘটনা ঘটে। ওই শিশু একই এলাকার একটি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী।
এ ঘটনায় মঙ্গলবার রাতে শিশুটির মা বাদী হয়ে নন্দীগ্রাম থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয়েছে একই গ্রামের আমজাদ হোসেনের ছেলে সৌরভ হোসেন (১৯), বাবু হোসেনের ছেলে বাদল হোসেন (২৬) ও বুদ্ধু আলীর ছেলে বায়োজিদ হোসেন (১৯) কে।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে ঝড়ের সময় আম কুড়ানোর পর নিজ বাড়িতে ফিরছিল শিশুটি।
এসময় তাকে জোর করে পাশের একটি পুকুর পাড়ে নিয়ে যায়। সেখানে ওই তিন জন পালাক্রমে শিশুটিদকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হচ্ছে।