কাহালুর কাজীপাড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার শ্রেনী কক্ষের ছাদ ঢালাই কাজের উদ্বোধন

- আপডেট সময় : ০৬:১৮:২৯ অপরাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩
- / 104

বুধবার দুপুরে বগুড়ার কাহালুর কাজীপাড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার শ্রেনী কক্ষের ছাদ ঢালাই কাজের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, কাহালু উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোতাহার হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবিদুর রহমান আবির। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু সিদ্দিকীয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ এ বি এম হাফিজুর রহমান, বামুজা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ডাঃ আব্দুল মান্নান, লোহাজল দাখিল মাদ্রাসার সুপার আবু হাসান দেওয়ান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাজীপাড়া বায়তুশ শরফ দাখিল মাদ্রাসার সভাপতি আলহাজ্ব ইদ্রিস আলী, সুপার এনামুল হক, সহ-সুপার মাওঃ নজরুল ইসলাম, বীরকেদার ইউপি সদস্য সাবানা বেগম, মনিরুল ইসলাম মনির সহ অত্র মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। ছাদ ঢালাই কাজের উদ্বোধনের পূর্বে বায়তুশ শরফ জামে মজদিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।