শিরোনাম ::
নোটিশ ::
বঙ্গবন্ধুর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে নন্দীগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত

মামুন আহমেদ, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:৫৭:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ মে ২০২৩
- / 116

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে বগুড়ার নন্দীগ্রামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ মে) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শিফা নুসরাতের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য একেএম রেজাউল করিম তানসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেনে মন্ডল, থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন,
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহাদত হোসেন, নন্দীগ্রাম প্রেস ক্লাবের সভাপতি নাজমুল হুদা, পৌর আওয়ামী লীগের সভাপতি মুক্তার হোসেন বকুল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মাহমুদ আশরাফ মামুন ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু সাঈদ প্রমুখ।