মহাস্থান প্রেসক্লাবের প্রচার সম্পাদক আব্দুল বারীর স্ত্রীর ইন্তেকাল জানাযার নামাজ সম্পন্ন

- আপডেট সময় : ০৬:৪০:৩২ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / 131

বগুড়ার মহাস্থান প্রেসক্লাবের প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল বারী’র সহধর্মিণী মোছাঃ সুফিয়া বেগম (৪০) অদ্যই সোমবার ২২মে সকাল ১০ ঘটিকায় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবন গোকুল সরকারপাড়া গ্রামে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। মৃত্যূকালে তিনি স্বামী, ১ ছেলে, ১ মেয়ে, শাশুড়ী সহ অসংখ্য আতœীয়স্বজন রেখে গেছেন।
আজ ২২ মে, সোমবার, বাদ জোহর গোকুল সরকারপাড়ায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযার নামাজ পূর্বে বিদেহী আতœার মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে বক্তব্য রাখেন গোকুল ইউপির সাবেক চেয়ারম্যান সওকাদুল ইসলাম সরকার সবুজ, মহাস্থান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কে এম আমিনুল ইসলাম রতন।
জানাযার নামাজে উপস্থিত ছিলেন মহাস্থান প্রেস ক্লাবের সভাপতি আনিছুর রহমান মিটু, সহসভাপতি সৈয়দ আব্দুর রহিম সাজু, সাধারণ সম্পাদক এসআই সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান, কোষাধ্যক্ষ গোলাম রব্বানী শিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাফায়াত সজল, সদস্য আব্দুল বাছেত, আব্দুল হান্নান টগর, আজিজুল হক বিপুল, সদস্য শাকিকুল ইসলাম শাকিল, সোহেল রানা, সাংবাদিক আনিছুর রহমান দুলাল।
এসময় আরো উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক কাওছার আলী খোকন সরকার, সিরাজুল ইসলাম, হিরা সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। বাদ আছর দ্বিতীয় জানাযা শেষে রায়নগর সরকারপাড়ায় মরহুমার বাবার বাড়িতে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়।