বগুড়ার আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া সেই কুখ্যাত চোর ইমরান পুনরায় গ্রেফতার

- আপডেট সময় : ০১:০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / 148

বগুড়ার চীফ জুডিশিয়াল আদালত চত্বর থেকে পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে হ্যান্ডকাফ খুলে পালানো আসামী ইমরান ওরফে চঞ্চলকে গ্রেফতার করেছে পুলিশ। আজ সোমবার (২২মে) বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের নওদাপাড়া এলাকার একটি জঙ্গলের মধ্য থেকে কুখ্যাত এই চোর ইমরানকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার।
গ্রেফতার হওয়া আসামীর নাম ইমরান ওরফে চঞ্চল। সে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বারপুর লাইলীপাড়া এলাকার জাহাঙ্গীর আলম ওরফে আফজাল এর পুত্র বলে জানা গেছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে এই চুরি পেশায় জড়িত। তার বিরুদ্ধে একাধিক চুরি ও ডাকাতি মামলা রয়েছে। পুলিশ জানায়, গত শনিবার বগুড়া জেলার গাবতলী থানাধীন চোকবোচাই নামক স্থানে ২টি চোরাই মোটরসাইকেল সহ আটক করে। পরে তার বিরুদ্ধে গাবতলী থানায় নিয়মিত চুরির মামলা দায়ের করা হয়।
গতকাল রবিবার দুপুর আড়াইটার দিকে গাবতলী থানা পুলিশ চোর ইমরান সহ ৫ জন আসামীকে নিয়ে আদালত চত্বরে পৌঁছে। গাড়ী থেকে আসামীদের নামানোর সময় ইমরান সুকৌশলে হাতকড়া খুলে গাড়ি থেকে লাফ দিয়ে পালিয়ে যায়। পরে তাকে গ্রেফতারে পুলিশের একাধিক টিম মাঠে নামে। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) স্নিগ্ধ আখতার জানান, “আদালত চত্বর থেকে পালিয়ে যাওয়া পলাতক সেই আসামীকে আজ সোমবার সকালেই গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে”।