গাবতলীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টার অভিযোগ

- আপডেট সময় : ০৭:৪১:২৮ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / 108

বগুড়ার গাবতলীতে জোরপূর্বক ঘর উত্তোলন করে জমি জবরদখলের চেষ্টার অভিযোগে মডেল থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত ২১মে দুপুর আড়াইটায় গাবতলী সদর ইউনিয়নের তরফসরতাজ পূর্বপাড়া গ্রামে।
জানা গেছে, উল্লেখিত তরফসরতাজ পূর্বপাড়া গ্রামের মৃত আ: জলিলের মেয়ে ছালমা খাতুন (২৬) ক্রয়সূত্রে সাড়ে ৯শতক জমি দীর্ঘদিন থেকে ভোগদখল করে আসছেন। কিন্তু তরফসরতাজ গ্রামের কতিপয় ব্যক্তি অবৈধভাবে ওই জমির মালিকানা দাবী করে বিভিন্ন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে গত ২১মে দুপুরে জোরপূর্বক ঘর উত্তোলন করা শুরু করে। এ সময় ছালমা খাতুন বাধা নিষেধ করলে ওই প্রতিপক্ষরা মারপিট ও প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। এ ঘটনায় ছালমা খাতুন ঘটনার রাতেই বাদী হয়ে রেজাউল হাসান বিপ্লব, হাজেরা আকতার মিশু, মরিয়ম বেগম ও আতিকুর রহমান আতিককে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। এ ব্যাপারে অভিযোগের তদন্তকারী পুলিশ কর্মকর্তা এস আই তৈয়ব উদ্দিন জানান, আমি গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।