গাবতলীতে এস এস সি পরীক্ষার্থী কে মারপিট, থানায় অভিযোগ

- আপডেট সময় : ০৭:১৪:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ মে ২০২৩
- / 110

বগুড়ার গাবতলীতে সৈকত শুভ নামের এক এস.এস সি পরীক্ষার্থীকে শিক্ষক ফাতেমা মারপিট করে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শিক্ষার্থী বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসায় রয়েছে। এ ঘটনায় গাবতলী মডেল থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, বগুড়া জেলার গাবতলী উপজেলার নাড়ুয়ামালা ইউনিয়নের চাঁকলা গ্রামের বিলুছ মন্ডলের ছেলে সৈকত শুভ (১৭) চলমান এস.এস.সি পরীক্ষার্থী। ২২মে সোমবার সকাল ১১ঘটিকায় সে মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলে এস.এস.সি পরীক্ষার ব্যবহারিক খাতার সমস্যার সমাধান করতে গেলে
সমাধান না করিয়া ওই স্কুলের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। অতপর কিছু বুঝে উঠার আগেই ফাতেমা হাতে বাঁশের লাঠি দ্বারা তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতারী মারপিট করিয়া মারাত্মক ছিলা ফোলা বেদনাদায়ক জখম করে এবং অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান করে।সে মারপিটে মারাত্মক জখমপ্রাপ্ত হওয়ায় গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসায় রয়েছে। এ ঘটনায় সৈকত শুভ নিজেই বাদী হয়ে মডেল থানায় ২জন সহকারী শিক্ষকের নামে অভিযোগ দায়ের করেছে।