শিরোনাম ::
নোটিশ ::
গাবতলীতে জোরপূর্বক গাছ কর্তন, থানায় অভিযোগ

আরিফুর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ১১:১৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ মে ২০২৩
- / 106

বগুড়ার গাবতলীতে পূর্ব শত্রুতার জের ধরে ১৩টি গাছ কর্তনের ঘটনায় থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা পূর্বপাড়া গ্রামে।
অভিযোগসূত্রে জানা গেছে, উপজেলার নেপালতলী ইউনিয়নের জাতহলিদা পূর্বপাড়া গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে আব্দুল মোমিন তার নিজ দখলীয় জমিতে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করে ভোগদখল করে আসছিল। গত ২০মে ভোরে প্রতিপক্ষরা ১১টি সুপারী, ১টি আম ও ১টি বেল গাছ কেটে ফেলে ৩০ হাজার টাকার ক্ষতিসাধন করে। এ ঘটনায় আব্দুল মোমিন বাদী হয়ে একই গ্রামের দেলোয়ার হোসেন সাইদি ও জাহাঙ্গীর আলমকে অভিযুক্ত করে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। এ বিষয়ে থানার এস আই শামিউল ইসলাম জানায়, অভিযোগটি হাতে পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।