কাহালুতে দুই বাংলার নাট্যোৎসব সফল করতে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং

- আপডেট সময় : ০৬:০৬:২৫ অপরাহ্ন, শনিবার, ২০ মে ২০২৩
- / 107

বগুড়ার কাহালুতে ৪ দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব সফল করতে শনিবার বিকেল ৩ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেন কাহালু থিয়েটারের সভাপতি মো. আব্দুল হান্নান। প্রেস ব্রিফিং এ উল্লেখ করেন মুলতঃ কাহালু থিয়েটারকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করে দেওয়ার জন্য ৪ দিনব্যাপী দুই বাংলার এই নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। প্রেস ব্রিফিং এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু থিয়েটারের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর রহমান তানসেন, থিয়েটারের কর্মী টুম্পা সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিং এ আরও উল্লেখ করা হয় আগামী ২১, ২২, ২৩ ও ২৪ মে কাহালু থিয়েটারের আয়োজনে উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় চার দিনব্যাপী দুই বাংলার নাট্যোৎসব উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হবে। ২১ মে উদ্বোধনের দিনের সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ভাগীরথীর ভাগ্যরথ নাটক পরিবেশন করবেন বগুড়া সংশপ্তক থিয়েটার, ২২ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে রাত কত হলো নাটক পরিবেশন করবেন ভারতের হুগলি পশ্চিম বঙ্গের ব্যান্ডেল আরোহী, একই রাত ৮টা ৪৫ মিনিটে অস্তরাগ নাটক পরিবেশন করবেন ভারতের ঢাকুরিয়া চন্দ্রদীপ থিয়েটার, ২৩ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিকলাঙ্গ কে? নাটক পরিবেশন করবেন ভারতের বাঁশবেরীয়া হুগলির সন্ধ্যা ভারতী, ২৪ মে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ছায়া নাটক পরিবেশন করবেন ভারতের আতপুর উত্তর ২৪ পরগনার জাগর্গৃতি নাট্যদল, একই রাত ৮টা ৪৫ মিনিটে সেতারা বানুর কিচ্ছা নাটক পরিবেশন করবেন কাহালু থিয়েটার।