বগুড়ার আদমদীঘিতে ইয়াবাসহ গ্রেপ্তার ২

- আপডেট সময় : ০৩:০২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / 119

বগুড়ার আদমদীঘিতে ১৫ পিস নিষিদ্ধ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নওগাঁ-বগুড়া মহাসড়কে আল শাফি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সিংগাহার গ্রামের মৃত জালাল মিয়ার ছেলে লাল মিয়া (৪০) ও এমদাদুল সরদারের ছেলে রনি সরদার (২১)। আদমদীঘি থানার উপ-পরিদর্শক আবু হাসান জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় আদমদীঘি ব্রীজ সংলগ্ন এলাকায় নওগাঁ-বগুড়া মহাসড়কে চেকপোস্টে ডিউটিরত অবস্থায় সন্দেহজনক দুই ব্যক্তিকে আটক করা হয়। এরপর তাদের তল্লাশি করলে ১৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা জানান, মাদক, সন্ত্রাস ও আইন শৃঙ্খলা রক্ষার্থে মহাসড়কে বিশেষ অভিযান চলছে। এসময় সন্দেহজনক দুই ব্যক্তিকে তল্লাশি করলে উল্লেখিত পরিমান ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। পরে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে শুক্রবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।