শিরোনাম ::
নোটিশ ::
কাহালুতে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু

আব্দুল মতিন, কাহালু(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / 135

বগুড়ার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভেটিসোনাই গ্রামের শাহাদতের পুকুরে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে সোহান (১০) এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেল ৫ টার দিকে। সংবাদ পেয়ে কাহালু থানা পুলিশ ওই দিন সন্ধ্যায় লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। সোহান ওই গ্রামের গোলাম রব্বানীর পুত্র। সোহানের পরিবারের লোকজন ও গ্রামবাসী তারা জানান, একই গ্রামের মৃত জসমত আলীর পুত্র শাহাদত আলী তার পুকুরে দিনে ও রাতে বিদ্যুৎতের লাইন দিয়ে রাখে যাতে করে কোন পশুপাখি সহ অন্য কেউ পুকুর হতে মাছ ধরতে না পারে। তারা এ ঘটনার জন্য পুকুরের মালিক শাহাদতকে দায়ী করেন।
কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে এবং লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।