শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার সান্তাহারে মাদকসহ গ্রেফতার ২

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০২:৩২:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / 180

বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরে পৃথক দুটি অভিযান চালিয়ে চিহ্নিত নারী মাদক ব্যবসায়ীসহ আরো একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির সদস্যরা। বুধবার (১৮ মে) বিকেলে সান্তাহার পৌর শহরের কলসা সোনার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩ গ্রাম হেরোইনসহ জাহাঙ্গীর আলম এবং একই দিন রাতে চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ রহিমা বেগম শুটকি নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের কলসা কোঁচকুড়ি পাড়া মহল্লার জফির কাজির ছেলে জাহাঙ্গীর (৪০) ও সান্তাহার পৌর শহরের চা-বাগান মহল্লার নজরুল ইসলামের স্ত্রী রহিমা বেগম শুটকি (৪৬)
এবিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রকিব হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সান্তাহার পৌর শহরে পৃথক দুটি অভিযানে এক নারীসহ দুই জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা বলেন, মাদকসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আইনে মামলা দায়ের করে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।