শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে সাবেক এমপি ওমরকে ফুলেল শুভেচ্ছা

শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৩:২৮:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / 135

বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজ এর ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সদর উপজেলা ছাত্র সমাজ এর আহবায়ক ইমরান হোসেন সুলতান ও সদস্য সচিব গোলাম রসুল সাগর স্বাক্ষরিত এক প্রেস রিলিজের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।
তরুণ ছাত্রনেতা সিয়াম আহম্মেদ কে আহবায়ক ও নিয়াম হোসেনকে সদস্য সচিব করে মোট ২১ সদস্য বিশিষ্ট এই আহবায়ক কমিটি অনুমোদন দেয় সদর উপজেলা শাখার নেতৃবৃন্দ। নবগঠিত আহবায়ক কমিটির সদস্যরা গতকাল বুধবার সন্ধ্যায় বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বিরোধী দলীয় চীফ হুইপ ও বগুড়া জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম ওমর’ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। এসময় তিনি নতুন ছাত্রনেতাদের অভিনন্দন জানান পাশাপাশি সংগঠনকে আরো শক্তিশালী ও বেগবান করার পরামর্শ দেন । সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে কমিটির সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। এদিকে কমিটির সদস্যরাও তাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করে।
এসময় উপস্থিত বগুড়া সদর উপজেলা ছাত্রসমাজ এর আহবায়ক ইমরান হোসেন সুলতান, ১নং যুগ্ম আহবায়ক গোলাম রাব্বি, জেলা কমিটির সদস্য সিহাব রহমান, শেখেরকোলা ইউনিয়ন শাখার আহবায়ক সিয়াম আহম্মেদ ও সদস্য সচিব নিয়াম হোসেন, সদস্য নাঈম ইসলাম, রাতুল হোসেন, নিরব রহমান, আকাশ চৌধুরী, জিহাদ হাসান, কৃষ্ণদাস সহ শেখেরকোলা ইউনিয়ন জাতীয় ছাত্র সমাজের সকল সদস্যবৃন্দ।