কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৭ মাস পর যুবক গ্রেফতার

- আপডেট সময় : ০৯:২৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / 138

চট্টগ্রাম মহানগরীর হালিশহর বেড়িবাঁধ এলাকায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনার সাত মাস পর মো. জসিম উদ্দিন নয়ন (৩১) নামের অভিযুক্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে কুমিল্লা সদর থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার জসিম চট্টগ্রামের বাঁশখালী থানাধীন গণ্ডামারা ইউনিয়নের পূর্ব বরগুনা গ্রামের মো. আলী হোসেনের ছেলে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানিয়েছেন, গ্রেফতার আসামি গতকাল বুধবার আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।
তিনি বলেন, গত ২০২২ সালের ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় বেড়িবাঁধ এলাকায় এক কিশোরী কর্মস্থল থেকে বাসায় ফিরছিলেন। পথে সোহাগ, জসিম উদ্দিন নয়ন ও পারভেজ মিলে তাকে সংঘবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের মামলার পরিপ্রেক্ষিতে সোহাগ ও পারভেজকে আগে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে সোহাগ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে ভিকটিম ও আসামিদের ডিএনএ সংগ্রহ করা হয়।
ঘটনার পর থেকে আসামি জসিম আত্মগোপন করেন। দীর্ঘ তদন্তকালে তথ্যপ্রযুক্তির সহযোগিতায় তাকে কুমিল্লা থেকে গ্রেফতার করা হয়।