বগুড়ায় পারিবারিক দ্বন্দ্বে এক গৃহবধূকে হত্যা

- আপডেট সময় : ০৫:৪৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
- / 108

বগুড়ায় পারিবারিক দ্বন্দ্বে এক গৃহবধূ হত্যার অভিযোগ উঠেছে।
নিহত গৃহবধূ জীবন নাহার (৩০) ২ সন্তানের জননী।
সে কুটুরবাড়ী গ্রামের পলাশের স্ত্রী।
বুধবার সকাল ১১ টার দিকে এ হত্যাকাণ্ড সংগঠিত হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরেই প্রতিবেশীর সাথে জমি জমা সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে বাড়ির পাশে বাগানে উভয়পক্ষের ঝগড়া সৃষ্টি হয়।
এ সময় জীবন নাহার (৩০) কে মাথায় বাশের লাঠির আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পরে।
স্থানীয়রা তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা আরো জানান, তিনি নতুন চাকরি পেয়ে বিদেশে লোক পাঠান, বিভিন্ন চাকরি বানিজ্য করেন। ইতিমধ্যেই ২০ লক্ষাধিক টাকার খামার করেছেন।
নিহতের ভাসুর রাজু আহম্মেদ বলেন, ঘাতক আবেদুর রহমান পুলিশে চাকরি করেন, তাই অপরাধ তার কাছে কিছুই না।
স্থানীয়রা ক্ষীপ্ত হয়ে হত্যাকারিদের বাড়িতে হামলা চালানোর প্রস্তুতি নিলে হত্যাকারিদের বাড়ি থেকে পুলিশ বের হয়ে আসে। পরে স্থানীয় সচেতন মহল পরিস্থিতি শান্ত করেন।