সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কৃষি সেবা পৌঁছে দিচ্ছেন উজ্জ্বল আহমেদ

- আপডেট সময় : ০৮:০২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / 159

সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে নিম্নমানের কৃষক, কৃষি উদ্যেক্তাসহ সকল
শ্রেনী পেশার মানুষের কাছে নানা ধরনের কৃষি সেবা পৌঁছে দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা স্বপ্ন অঙ্কুর এগ্রোর্ফামে পরিচালক উজ্জ্বল আহমেদ। হাতের মুঠোয় কৃষি সেবা প্রাপ্তি নিশ্চিত কল্পে তিনি গঠন করেছেন ফেসবুক পেইজ উজ্জ্বল আহমেদ ও ইউটিউব চ্যানেল “স্বপ্ন অঙ্কুর এগ্রোর্ফাম” এর মাধ্যমে কৃষি সেবা দিয়ে যাচ্ছে।
তার ইউটিউব চ্যানেলে সরাসরি যুক্ত রয়েছেন কৃষি উদ্যোক্তা এবং কৃষি অনুরাগী মানুষ। তারা প্রতিনিয়ত বিভিন্ন কৃষি সমস্যার সমাধান পাচ্ছেন। তার ভিডিও ডকুমেন্টারী গুলোর কমেন্ট সেকশনে রয়েছে প্রশ্নোত্তর পর্ব যেখানে কৃষি উদ্যোক্তাগণ
ডকুমেন্টারী দেখে নিজেদের কৃষি বিষয়ক জিজ্ঞাসার সহজ সমাধান পাচ্ছেন। যার ফলে কৃষকসহ নানা শ্রেনী পেশার মানুষ খুব সহজেই প্রাকৃতিক দূর্যোগ থেকে তাদের ফসল রক্ষা করতে পারছেন। এছাড়াও তিনি প্রত্যক্ষভাবে ৫বিঘা বাগান তৈরি করেছেন। তার বাগানে দেশী-বিদেশী নানা রকম ফল চাষ করে সুনাম অর্জন করেছেন। তার বাগান পরিদর্শন করে উপজেলা কৃষিবিদ আদনান বাবু তাকে উৎসাহী করছেন ও বাগান আরো বড় করা জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছেন। এই কৃষিবিদ মনে করে উজ্জ্বল আহমেদ এর মতো শিক্ষিত যুবকদের কৃষি সেক্টরে আসলে বাংলাদেশের কৃষি “স্মার্ট কৃষি রুপ নিবে”
এছাড়াও উজ্জ্বল আহমেদ সমাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ফলের দেশী-বিদেশী চারা বাংলাদেশের বিভিন্ন স্থানে বিক্রি করেন ও পরামর্শ দিয়ে তরুণ স্মার্ট কৃষি উদ্যোগক্তা গড়ে তুলছেন।
কৃষি উদ্যোগক্তা উজ্জ্বল আহমেদ এর লক্ষ্য বাংলাদেশে কৃষিতে খাদ্য চাহিদা পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জন হবে ও স্মার্ট কৃষি বাগানের মাধ্যমে হাজারোও বেকার লোকের কর্মসংস্থানের সৃষ্টি হবে।