দুর্ঘটনা রোধে কুন্দারহাট হাইওয়ে পুলিশের সচেতনতামূলক পথসভা

- আপডেট সময় : ০২:৪৯:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মে ২০২৩
- / 186

বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনা রোধে কুন্দারহাট হাইওয়ে থানার আয়োজনে সচেতনতামূলক পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মে) বেলা সাড়ে ১১ টার দিকে রনবাঘা বাসস্ট্যান্ডে অর্ধ শতাধিক পথচারি ও বিভিন্ন যানবাহন চালকদের উপস্থিতিতে সচেনততামূলক পথসভা করেন কুন্দারহাট হাইওয়ে থানা পুলিশ।এসময় উপস্থিত ছিলেন, কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী, এসআই আবুল হাচানাত, স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম গোলাপ সহ আরো অনেকে। হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী সড়ক দুর্ঘটনা রোধে দিকনির্দেশনা দিয়ে বলেন, বাসস্ট্যান্ডের যাত্রী, চালক, হেলপার ও সাধারণ মানুষদের সড়ক পরিবহন আইন ২০১৮ মেনে চলতে হবে। মহাসড়কে ট্রাক প্রার্কিং করলে মামলা দেওয়া হবে, সড়কের ওপর কোনো যানবাহন পাকিং করা যাবেনা। গাড়ি চলন্ত অবস্থায় কোনো মতেই যাত্রী ওঠা-নামা করা যাবেনা। ভটভটি, নছিমন, ইজিবাইক,থ্রি হুইলার যেন মহাসড়কে না ওঠে সে বিষয়ে চালক,যাত্রী পথচারি সহ সবাইকে সচেতন হতে হবে। অনির্দিষ্ট গতিতে গাড়ী চালাবেন না।ঝুকিপূর্ণ ওভার টেকিং করবেন না। হেলমেড ব্যাতিত মটরসাইকেল চালাবেন না। মহাসড়ক দখল করে ফুটপাতে দোকানপাট বসাবেন না,এবং স্থায়ী-অস্থায়ী কোন স্থাপনা নির্মান করবেন না। চালক, যাত্রী ও সাধারণ মানুষের সহযোগিতায় সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব।