বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৭

- আপডেট সময় : ০৬:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ মে ২০২৩
- / 112

বগুড়ায় মাইক্রোবাস ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহত শিশুর পরিবারের সাতজন সদস্য গুরুতর আহত হয়েছেন।
এর আগে সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার নওগাঁ-বগুড়া আঞ্চলিক মহাসড়কের বড়দরগা এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম আব্দুর রাহীম। দশ বছর বয়সী রাহিম বগুড়া সদর উপজেলার বড় কুমিরা গ্রামের ফারুক মিয়ার ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার ইন্সপেক্টর(তদন্ত) ফিরোজ ওয়াহেদ।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বড় কুমিরার একই পরিবারের সাতজন সিএনজিতে করে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নাটোরের সিংড়া যাচ্ছিলেন। পথিমধ্যে নওগাঁ থেকে বগুড়াগামী এক মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা সাতজন সদস্য আহত হন। তাদের উদ্ধার করে শজিমেক হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় শিশু রাহীমের মৃত্যু হয়।’
তিনি আরও জানান, ‘এ দুর্ঘটনায় মাইক্রোবাস ও সিএনজি জব্দ করা হলেও কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’