শিরোনাম ::
নোটিশ ::
বগুড়া সান্তাহারে এক যুবকের আত্মহত্যা

সজীব হাসান,আদমদীঘি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / 151

বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর শহরের রিদয় প্রামানিক (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
রবিবার (১৪ মে ) দুপুর ৩ টার দিকে উপজেলার সান্তাহার পৌর শহরের বশিপুর আর্দশ পাড়া নিজ বাড়ীর সামনে জৈনক এক ব্যাক্তির আম বাগানে স্থানীয়রা তার মৃতদেহ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত রিদয় ঐ এলাকার উজ্জ্বল প্রামাণিকের ছেলে। রিদয়ের বাবা উজ্জল সাংবাদিকদের বলেন আমার ছেলে কি কারনে আত্মহত্যা করেছেন তা আমার জানা নেই।
সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক রেদোয়ানুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন লাশ উদ্ধার করে মর্গে পেরন করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে তার প্রকৃত মৃত্যুর কারণ জানা যাবে।এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।