বগুড়ায় শিশুকে ধর্ষণ অভিযোগে কিশোর গ্রেপ্তার

- আপডেট সময় : ১০:০১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৪ মে ২০২৩
- / 113

বগুড়ার শিবগঞ্জে লুকোচুরি খেলার কথা বলে ৯ বছরে শিশুকে ধর্ষণের অভিযোগে ১৩ বছরের কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকালে অভিযুক্তকে জেল হাজতে পাঠানো হয়। এর আগে সোমবার রাত ৮টার দিকে শিশু কন্যার মা বাদী হয়ে শিবগঞ্জ থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের অভিযুক্ত কিশোর ও ধর্ষণের শিকার শিশুর প্রতিবেশী হওয়ায় কারণে তারা মাঝে মধ্যে একে অপরের বাড়িতে অবাধে যাতায়াত করতো। গত ৮ মে সকাল ৯টায় অভিযুক্ত কিশোর ও ছাত্রীকে ডেকে নিয়ে তাদের শয়ন কক্ষে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এসময় ওই ছাত্রী ডাক চিৎকার করলে অভিযুক্ত কিশোর ও ছাত্রীকে ছেড়ে দেয় ও বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে ভয়-ভীতি প্রদান করে।
বিষয়টি ওই ছাত্রীর মা জানতে পারেন। বিষয়টি ওই কিশোরের পরিবারকে জানালে তারা কোনো ব্যবস্থা না নেওয়ায় ওই ছাত্রীর মা গতকাল সোমবার রাতে শিবগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
শিশু কন্যার মা দৈনিক জয়যুগান্তরকে বলেন, ওই কিশোর আমার মেয়েকে ডেকে নিয়ে তাদের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ, আমার মেয়েকে প্রাণনাশের হুমকি প্রদান করেছে। আমি ন্যায় বিচারের জন্য থানায় মামলা করেছি।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ মনজুরুল আলম বলেন, এ ঘটনায় থানায় ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ জোরপূর্বক ধর্ষণ করার অপার আইনের মামলা নেওয়া হয়েছে। মামলার প্রেক্ষিতে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।