শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার গাবতলীতে মাদকসেবীর মারপিটে শিশুসহ আহত ৩, থানায় অভিযোগ

আরিফুর রহমান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি
- আপডেট সময় : ০৫:৪৪:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / 144

বগুড়ার গাবতলীতে মাদকসেবীর মারপিটে শিশুসহ ৩ জন আহত হওয়ার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটেছে নাড়–য়ামালা ইউনিয়নের মেন্দিপুর গ্রামে। অভিযোগ সূত্রে জানা গেছে সারিয়াকান্দি উপজেলার বড়ইকান্দি গ্রামের মোঃ রাসেলের স্ত্রী ফুলিয়ারা বেগম (৪২) গত ৪ এপ্রিল গাবতলী উপজেলা নাড়–য়ামালা ইউয়িনের মেন্দিপুর গ্রামে ননদের বাড়ীতে বেড়াতে আসে। গত ১২ এপ্রিল বিকালে একজন মাদকসেবী মাতাল অবস্থায় ফুলিয়ারা বেগম (৪২), শিশু মোছাঃ জুই (৩) ও দেবলী (৫০) কে বাঁশের লাঠি দ্বারা এলোপাতারীভাবে মারপিট করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে গাবতলী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। এঘটনায় মেন্দিপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আনার (৫০) কে অভিযুক্ত করে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।