শিরোনাম ::
নোটিশ ::
দিনাজপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা,পলাতক স্বামী

এনামুল মবিন সবুজ,দিনাজপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৬:৪২:০৪ অপরাহ্ন, শনিবার, ১৩ মে ২০২৩
- / 163

দিনাজপুর ঘোড়াঘাটে পারিবারিক কলহের জেরে স্বামীর মারধরে মনিরা খাতুন (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
গত শুক্রবার ১২মে রাতে ঘোড়াঘাট উপজেলার নারায়ণপুর গ্রামে এই ঘটনাটি ঘটে। খবর পেয়ে আজ শনিবার (১৩মে) সকালে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
পারিবারিক সূত্র জানাযায়, ৭ বছর আগে মনিরা খাতুনের সঙ্গে সাখাওয়াত মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের ৪ বছর বয়সী একটি ছেলে আছে। দীর্ঘদিন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এসব নিয়ে একাধিকার শালিসও হয়েছে। শুক্রবার রাতে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে স্ত্রীকে মারধরে করেন সাখাওয়াত। পরে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. সাদিয়া আফরিন বলেন, শুক্রবার রাত ১১টার দিকে মনিরা খাতুনকে হাসপাতালে নিয়ে আসে। আমরা মৃত অবস্থায় তাকে পেয়েছি। তার কপালে আঘাতের চিহ্ন ছিল।