বগুড়ার নন্দীগ্রামে হাইস্কুল মাঠের বাউন্ডারি ওয়াল নির্মানের উদ্বোধন

- আপডেট সময় : ০১:৫৮:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / 126

বগুড়ার নন্দীগ্রামের ঐতিহ্যবাহী একটি খেলার মাঠ আর সেটি হচ্ছে পাইলট হাইস্কুল মাঠ। প্রায় সকল বয়সের খেলাপ্রেমীরা এই মাঠে খেলাধুলা করে থাকে।নন্দীগ্রামের তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরো বেশি আগ্রহী করে তোলার জন্য মেরামত করা হচ্ছে এই হাইস্কুল মাঠটি। বগুড়ার জেলা প্রশাসক সাইফুল ইসলামের নির্দেশে বিশেষ বরাদ্দ থেকে বৃহস্পতিবার (১১মে) বিকেল ৩টায় হাইস্কুল মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করেন, নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি শিফা নুসরাত। এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদকও পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা প্রকৌশলী শা-রিদ শাহনেয়াজ, পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র রায়, স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর রফিকুল ইসলাম অপু, সহ আরো অনেকে উপস্থিত ছিলেন। উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিফা নুসরাত বলেন, বগুড়া জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম স্যারের নির্দেশনায় বিশেষ বরাদ্দ থেকে খেলার মাঠের বাউন্ডারি ওয়াল নির্মাণ কাজের শুভ উদ্ভোধন করা হয়েছে।পুরো মাঠটি উক্ত বরাদ্দ থেকে বাউন্ডারি ওয়াল করা গেলেও অনুরোধ থাকবে পরবর্তিতে বিভিন্ন বরাদ্দ দিয়ে দেওয়াল নির্মাণের কাজ সমাপ্ত করা। সকলে মিলে হাইস্কুল খেলার মাঠের কাজকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যেতে আহব্বান জানান তিনি।