শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ০৬:৫৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১২ মে ২০২৩
- / 95

বগুড়ায় অটোভ্যানের ধাক্কায় ইয়াছিন আলী নামের সাত বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১ টার দিকে ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের তারাকান্দী উত্তরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত ওই শিশু তারাকান্দি উত্তরপাড়া গ্রামের আব্দুল খালেকের ছেলে এবং তারাকন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
এসব তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, ‘শুক্রবার সকালে ওই শিশু তার নিজ বাড়ি থেকে দৌড়ে রাস্তা পার হচ্ছিল। এসময় অসাবধানতাবশত ধানের আটি বোঝাই একটি অটোভ্যানের চাকার নিচে পড়ে সে। আহত অবস্থায় উদ্ধার করে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’
তিনি আরও বলেন, ‘নিহতের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’