শিরোনাম ::
নোটিশ ::
বগুড়া সদরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

গোলাম রব্বানী শিপন, স্টাফ রির্পোটার
- আপডেট সময় : ১২:০৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / 138

বগুড়া সদরের নামুজায় ব্যবসায়ীর মোটরসাইকেলের গতিরোধ করে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৫০)। সে নামুজা শাহাপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের পুত্র। নিহত রাজ্জাক সে আগে গরুর ব্যবসা করলেও মাস ৬ হলো আর এ পেশায় নেই বলে তার স্ত্রী জানিয়েছেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, নিহত আব্দুর রাজ্জাক বুধবার সন্ধ্যায় নামুজা চৌমুহনী বন্দরে চা পান করে মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন।
রাত ৮টা নাগত বাড়ি থেকে ঢিল ছুড়া দ্রুতে পৌঁছিলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা বাঁশ ঝাড়ের ভিতর থেকে বের হয়ে রাজ্জাকের মোটরসাইকেলের গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে ২ হাতের কব্জি ও গলায় আঘাত করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা মোটরসাইকেল ও ভিকটিম রাজ্জাককে পড়ে থাকতে দেখে প্রথমে সড়ক দুর্ঘটনায় আহত ভেবে তাতে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরে শরীরের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন দেখে তারা নিশ্চিত হোন যে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের পুত্র আতিকুল ইসলাম শুভ বলেন, বাড়ি থেকে আড়াই লক্ষ টাকা নিয়ে তার বাবা বের হয়েছিলেন। কিন্তু মৃত্যুর পর তার কোমরে রাখা ৩১ হাজার টাকা পাওয়া গেছে। পরিবারের দাবি টাকা ছিনতাই করতে তাকে হত্যা করা হয়েছে।
খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে আসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ইনচার্জ সাইহান ওলিউল্লাহ সদর থানা অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী, র্যাব ও পিবিআই সদস্যের একাধিক টিম।
পরে লাশের সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক) পাঠিয়েছে দেন। নিহত রাজ্জাকের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।