বগুড়ার সোনাতলায় বিশিষ্ট সমাজসেবক টুকু মোল্লার সহধর্মিণীর ইন্তেকাল

- আপডেট সময় : ০২:০৩:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মে ২০২৩
- / 128

বগুড়ার সোনাতলা উপজেলার দিগদাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের সহসভাপতি ইসমাইল হোসেন টুকু মোল্লার সহধর্মিণী মিসেস কহিনুর আক্তার (৫৫)গতকাল বুধবার বিকাল ৪টা ৩০মিনিটে তার নিজ বাসভবন দিগদাইড় গ্রামে ইন্তেকাল করেছেন ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাইহে রাজেউন।মরহুমা মৃত্যুকালে বাবা,মা, স্বামী,পুত্রসহ অনেক নিকট আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুমার মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান দিগদাইড় ইউপির সাবেক চেয়ারম্যান আলী তৈয়ব শামীম, দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব শাহনুর ইসলাম সাজু,অত্র প্রতিষ্ঠানের সহ-সভাপতি ও সৈয়দ আহম্মদ মডেল মাদরাসার সহকারী শিক্ষক মাও রুহুল আমীন, দিগদাইড় এমএইচ ইউনিহেল্প উচ্চ বিদ্যালয়ের সদস্য ফায়েজুল ইসলাম গামা,দিগদাইড় ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তাক আহমেদ তরুণ, দিগদাইড় ইউপির সদস্য শাহিদুল ইসলাম, সাপ্তাহিক সোনার বাংলার বগুড়া অফিস প্রধান মিনাজুল ইসলাম,ব্রাইউ ফিউচার ফাউন্ডেশনের সভাপতি নাহারুল ইসলাম লিটন।