বগুড়ায় স্কুল পড়ুয়া অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, যুবক গ্রেপ্তার

- আপডেট সময় : ০৪:২৩:০৬ অপরাহ্ন, বুধবার, ১০ মে ২০২৩
- / 156

বগুড়ার ধুনট উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া অপহৃত এক ভিকটিমকে উদ্ধার করেছেন বগুড়া র্যাব-১২ কোম্পানির সদস্যরা। এসময় র্যাব সদস্যরা জুবায়ের মাহমুদ সাম্মু (২৪) নামের যুবককে গ্রেপ্তার করেন বলে জানান। গ্রেফতারকৃত অপহরণকারী বগুড়া ধুনট উপজেলার উল্লাপাড়ার মুকুল হোসেনের ছেলে বলে জানা গেছে। গত মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১২ টার দিকে ধুনট থানা এলাকায় র্যাবের একটি অভিযানিক দল উক্ত স্থানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। এর আগে সোমবার (৮ মে) ওই স্কুলছাত্রীর বাবা ধুনট থানায় একটি অপহরণের মামলা দায়ের করেছেন বলে র্যাব সূত্রে জানা গেছে। বুধবার র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২ মে মঙ্গলবার জেলার ধুনট উপজেলায় দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রীকে আসামী জুবায়েরসহ অজ্ঞাত ৩-৪ জন অপহরণ করে। এরপর অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে সোমবার ৮ মে ওই স্কুল ছাত্রীর বাবা আসামীদের বিরুদ্ধে ধুনট থানায় মামলা দায়ের করেন। তখন র্যাবের একটি টিম মঙ্গলবার ধুনটে অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাত সোয়া ১২ টার দিকে অপহৃত ওই স্কুল ছত্রীকে উদ্ধার করা হয়। এসময় অপহরণকারী জুবায়ের মাহমুদকে আটক করে র্যাব। সিপিসি-৩ বগুড়া র্যাব-১২ ক্যাম্পের পুলিশ সুপার কোম্পানী কমান্ডার মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান গ্রেফতার ওই আসামী ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় সোপর্দ করা হয়েছে।