শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে হত্যা

বগুড়া বুলেটিন ডেস্ক
- আপডেট সময় : ১০:৪২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / 118

বগুড়ায় মালগ্রাম ডাবতলা এলাকার পৌর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
৩০ বছর বয়সী নিহত নাহিদ হাসান খান্দার এলাকার ঝন্টু ব্যাপারীর ছেলে।
মঙ্গলবার সন্ধার পর এ ঘটনা ঘটে।
নিহতের বাবা জানান, সন্ধ্যার পর নাহিদ দোকানের পাশে বসে ছিল। এমন সময় একদল দুর্বৃত্তরা সেখানে আসে এবং এলোপাতাড়ি দায়ের আঘাত করতে থাকে। এ সময়ে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা সেখান থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার ও সুদের টাকাকে কেন্দ্র করে নাহিদকে হত্যা করা হয়েছে।
এ বিষয়ে বগুড়া সদর থানার ইনস্পেক্টর (তদন্ত) আব্দুর রউফ জানান, হত্যাকাণ্ড সংঘটিত হবার পর পরই আমরা হত্যাকারীকে গ্রেফতার করার বিষয়ে কাজ করছি।