শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার বাঘোপাড়া বন্দরে আন্ডারপাস এর দাবীতে মানববন্ধন

এম দুলাল, শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৩৫:৪৪ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / 171

সোমবার (৮ মে) বেলা ১১ টায় বগুড়া-রংপুর মহাসড়কের বাঘোপাড়া বন্দরে আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজের দাবিতে, বাঘোপাড়া বন্দর ব্যবসা পরিচালনা কমিটি, বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজ, বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও সচেতন এলাকাবাসীর আয়োজনে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়েছে। মানববন্ধন কর্মসূচিতে হাজার, হাজার ছাত্র/ছাত্রী, শিক্ষক মন্ডলী, ব্যাবসায়ী অভিভাবক ও সচেতন এলাকাবাসী অংশগ্রহন করেন।
স্থানীয় ইউপি সদস্য ও বন্দর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক প্রভাষক নুর আলম মিলন এর সভাপতিত্বে আন্ডারপাস অথবা ফুটওভার ব্রিজ না থাকায় স্কুল, কলেজের ছাত্র/ছাত্রী, শিক্ষক মন্ডলী, বন্দরের ব্যাবসায়ী ও ক্রেতাদের রাস্তা পারাপার সহ বিভিন্ন অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু, বাঘোপাড়া শহিদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যাক্ষ আবু মোঃ সুফিয়ান, সহকারী অধ্যাপক নজরুল ইসলাম, বগুড়া জেলা মহিলাদরের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য নাজমা আকতার, বাঘোপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাইফুল ইসলাম টুটুল, সাংবাদিক এস আই শফিক, বাঘোপাড়া বন্দর কমিটির সভাপতি পারভেজ মন্ডল, সাবেক ইউপি সদস্য নজমল হোসেন মজো, রফিকুল ইসলাম সাজু, বাঘোপাড়া বন্দরের বিশিষ্ট ব্যাবসায়ী শফিউর রহমান অটল, জাকির হোসেন, মজনু মিয়া, তাজুল ইসলাম, মুন্নু, সাজ্জাদ হোসেন, হ্যাপি, আমিনুর ইসলাম, মানিক, আলফাজ সরকার প্রমুখ। বক্তাগণ বলেন, বাঘোপাড়া বন্দরে স্কুল এন্ড কলেজ, সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভোকেশনাল শাখাসহ পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্র/ছাত্রীর মহাসড়ক পারাপারের কোন ব্যবস্থা নেই। এছাড়াও বাঘোপাড়া বন্দর একটি ঐতিহ্যবাহী হাট। যেখানে প্রতিনিয়ত কয়েকটি ইউনিয়নের হাজার/ হাজার লোকের সমাগম ঘটে । এখানে একটি আন্ডরপাস অতি প্রয়োজন। এব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেন সচেতন এলাকাবাসী।