শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৭:২৫:৪৬ অপরাহ্ন, সোমবার, ৮ মে ২০২৩
- / 144

বগুড়ায় রায়হান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছেন র্যাব। রোববার রাতে চট্রগ্রামের চান্দগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আসামির নাম মো: রাশেদ। তিনি বগুড়ার ধুনটের হেউটনগর এলাকার শহিদুল ইসলামের ছেলে। সোমবার বিকালে র্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান। চলতি বছরের ১৭ জানুয়ারি সকালে হেউটনগর এলাকার রায়হানের তিন বছরের ছেলের সাথে রাশেদের ছেলের ঝগড় হয়। ওই ঝগড়াকে কেন্দ্র করে তাদের মাঝে কথার কাটাকাটি হয় এবং রাশেদ একপর্যায়ে রায়হানকে এলোপাথারী মারপিটসহ চাকু দিয়ে গুরুতর জখম করে। পরে রায়হানকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী ১৯ জানুয়ারি বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই পুলিশের পাশাপাশি র্যাবও আসামিকে ধরতে অভিযান অব্যাহত রাখে। পরে দীর্ঘ পাঁচ মাস পর প্রধান আসামি রাশেদকে চট্রগ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। তিনি আরও বলেন, ‘হত্যাকাণ্ডের পর থেকেই আসামি রাশেদ স্থানীয় আত্মীয়স্বজন ও প্রতিবেশী হতে নিজেকে বিচ্ছিন্ন করে বিভিন্ন কৌশলে দেশের বিভিন্ন প্রান্তে পালিয়ে ছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে ধুনট থানায় পাঠানো হবে৷