বগুড়া আদমদীঘিতে হারানো মোবাইল ফোন প্রযুক্তির মাধ্যমে উদ্ধার

- আপডেট সময় : ০৭:৩০:২৭ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / 121

বগুড়ার আদমদীঘিতে গত কয়েক মাস ধরে হারিয়ে যাওয়া বিভিন্ন ব্যক্তির মোবাইল ফোন তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে উদ্ধার করেছে পুলিশ। পরে ওই মোবাইল ফোন গুলো প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেন থানার উপ পরিদর্শক নাজমুল হক মৃধা। রবিবার সকালেও তিনি থানা চত্বরে দুই ব্যক্তিকে ডেকে নিয়ে এসে দুটি মোবাইল ফোন ফিরিয়ে দিয়েছেন। এমন কাজে তাঁকে সাধুবাদ জানিয়েছে স্থানীয়রা। আদমদীঘি থানার উপ পরিদর্শক নাজমুল হক মৃধা জানান, গত কয়েক মাস ধরে থানাধীন এলাকায় বেশ কিছু ব্যক্তির বিভিন্ন জায়গায় মোবাইল ফোন হারিয়ে যায়। পরে ওই ফোনের মালিকরা থানায় এসে সাধারণ ডায়েরী করেন। এরপর তথ্য ও প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে ওই ফোন গুলো বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করা হয়। এ পর্যন্ত ৮২ টি মোবাইল ফোন উদ্ধার করে তিনি প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করেছেন। এমন অভিযোগ আসলে গুরুত্ব সহকারে দেখি বলে জানান তিনি।