শিরোনাম ::
নোটিশ ::
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধ বালুর পয়েন্টে অভিযান, লাল পতাকা দ্বারা চিহ্নিত

ফরহাদ হোসেন,সারিয়াকান্দি(বগুড়া)প্রতিনিধি
- আপডেট সময় : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, রবিবার, ৭ মে ২০২৩
- / 85

বগুড়ার সারিয়াকান্দি উপজেলা কুতুবপুর ইউনিয়ন দেবডাঙ্গায় যমুনা নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন বন্ধ করণের লক্ষ্যে ৭ মে (রবিবার) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১টি পয়েন্টে অভিযান পরিচালনা করেছেন সারিয়াকান্দি ইউএনও (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক।
এসময় তিনি সংবাদ কর্মীদের জানান, অবৈধ বালু উত্তোলন বন্ধ করণের লক্ষ্যে অভিযানে নেমেছি। বালু বিক্রির সাথে জড়িত এমন কাউকে পাওয়া যায়নি, তাই এখানে জরিমানা করা বা কাউকে ধরা সম্ভব হয় নি। তবে লাল পতাকার মাধ্যমে অবৈধ বালুর পয়েন্ট চিহ্নিত করা হয়েছে। সারিয়াকান্দি পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বালু পরিমাপ করে পরবর্তী ব্যাবস্থা নেওয়া হবে। অবৈধ বালু উত্তোলন বন্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
অভিযান পরিচালনার সময়ে উপস্থিত ছিলেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন, এস আই নজরুল ইসলাম, সারিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মুজাহিদুল ইসলাম পলাশ, ইউপি সদস্য আসাদুজ্জামান, আইয়ুব আলী, আদালত সহকারী আব্দুর রাজ্জাক সহ স্থানীয় সাংবাদিক বৃন্দ, পুলিশ, আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা প্রমুখ।