শিরোনাম ::
নোটিশ ::
ঐতিহাসিক কান্তজীউ মন্দির পরিদর্শনে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচাল

এনামুল মবিন সবুজ,দিনাজপুর জেলা প্রতিনিধি
- আপডেট সময় : ০৪:২১:০৯ অপরাহ্ন, শনিবার, ৬ মে ২০২৩
- / 91

দিনাজপুর কাহারোলে ঐতিহাসিক শ্রীশ্রী কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘর পরিদর্শন করেছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক।
শনিবার (৬ মে) ঐতিহাসিক কান্তজীউ মন্দির ও প্রত্নতাত্ত্বিক জাদুঘরে পরিদর্শন এবং মন্দিরের চারিদিক ঘুরে দেখেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক চন্দন কুমার দে।
এসময় মন্দিরের গায়ে টেরাকোটা খচিত পোড়ামাটির চিত্রফলকের সাহায্যে রামায়ণ-মহাভারতের সত্য, ত্রেতা, দ্বাপর ও কলি- এ চারটি শাস্ত্রীর যুগের পৌরাণিক কাহিনী, নির্মাণ শৈলী ও কারুকাজ দেখে মুগ্ধ হন চন্দন কুমার দে।
এসময় মন্দির পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা প্রশাসক শাকিল আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাঈদুল ইসলাম, রাজ দেবোত্তর এস্টেটের এজেন্ট রনজিৎ কুমার সিৎহ, রাজ দেবোত্তর এস্টেটের সদস্য সুনীল চক্রবর্তী, ডাঃ ডিসি রায়, সঞ্জয় কুমার মিত্র, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি কামাল হোসেন প্রমূখ।