সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কৃষি সেবা পৌঁছে দিচ্ছেন কৃষিবিদ আদনান বাবু

- আপডেট সময় : ১১:৪৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ মে ২০২৩
- / 99

নিয়মিত সেবার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে কৃষক, কৃষি উদ্যেক্তাসহ সকল
শ্রেনী পেশার মানুষের কাছে নানা ধরনের কৃষি সেবা পৌঁছে দিচ্ছেন নন্দীগ্রাম উপজেলা কৃষি অফিসার মোঃ
আদনান বাবু। হাতের মুঠোয় কৃষি সেবা প্রাপ্তি নিশ্চিত কল্পে তিনি গঠন করেছেন ‘কৃষকের গল্প’
শিরোনামেই উটিউব চ্যানেল, ‘কৃষকের গল্প’ শিরোনামে ফেসবুক পেজ, কৃষি আবহাওয়া তথ্যসেবা, নন্দীগ্রাম
শিরোনামে ফেসবুক গ্রæপ। ‘কৃষকের গল্প’ শিরোনামে ইউটিউব চ্যানেলে সরাসরি যুক্ত রয়েছেন
বিশসহ¯্রাধিক কৃষি উদ্যোক্তা এবং কৃষি অনুরাগী মানুষ। এই চ্যানেলে রয়েছে ৮৫ টি কৃষি ডকুমেন্টারী
রয়েছে। এই ডকুমেন্টারী গুলোর কমেন্ট সেকশনে রয়েছে প্রশ্নোত্তর পর্ব যেখানে কৃষি উদ্যোক্তাগণ
ডকুমেন্টারী দেখে নিজেদের কৃষি বিষয়ক জিজ্ঞাসার সহজ সমাধান পাচ্ছেন। এই চ্যানেলটি ইতো মধ্যেই এগার
লক্ষাধিক কৃষি অনুরাগী মানুষ দেখে সমৃদ্ধ হয়েছেন। ‘কৃষকেরগল্প’ শিরোনামে ফেসবুক পেজে ফলোয়ার রয়েছেন
১০০০ তারা নিয়মিত কৃষির নানা আপডেট পাচ্ছেন। কৃষি আবহাওয়া তথ্য সেবা, নন্দীগ্রাম শিরোনামে
ফেসবুকগ্রæপে যুক্ত রয়েছেন ৬৬ জন। এই গ্রæপে কৃষি আবহাওয়ার আগামবার্তা নিয়মিত প্রচার করা হয়। যার
ফলে কৃষক সহনানা শ্রেনী পেশার মানুষ খুব সহজেই প্রাকৃতিক দূর্যোগ থেকে তাদের ফসল রক্ষা করতে পারছেন।
এ সকল মাধ্যম ছাড়াও তিনি তার পার্সোনাল ফেসবুক আইডি থেকে নিয়মিত কৃষি বিষয়ক প্রামান্যচিত্র,
ডকুমেন্টারী, সফল কৃষকের গল্প, কৃষি আবহাওয়ার আগামবার্তা, নিরাপদ ও জৈব কৃষি নিয়ে প্রতিবেদন,
কৃষি যান্ত্রিকী করণ নিয়ে প্রতিবেদনসহ অসংখ্য প্রতিবেদন প্রচার করে আসছেন যেখানে অসংখ্য কৃষক-
কৃষানী প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে উপকৃত হয়ে আসছেন। সর্বশেষ চলমান তাপদাহে ধানের জমিতে করনীয় বিষয়ে
গত এপ্রিলের ১০ তারিখে তার আইডি থেকে প্রচারিত প্রতিবেদনটি ব্যাপক সাড়া পেয়েছে কৃষকের মাঝে এবং
এটি হাজারের অধিক মানুষ শেয়ার করেছেন। এছাড়াও ফসলের রোগ-বালাই নিয়েপ্রতিবেদন গুলোতে কৃষি বিষয়ক
প্রশ্নোত্তর রয়েছে চোখে পড়ার মতো। কৃষি আবহাওয়ার নিয়মিত আপডেট প্রচারের ফলে কৃষি উদ্যোক্তাগণ
তাদের ফসলকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে খুব সহজেই রক্ষা করতে পারছেন। এমনই একজন চাকলমা গ্রামের
তরুণ কৃষি উদ্যোক্তা মোঃজাব্বির হোসেন। তিনি ‘কৃষিআবহাওয়া তথ্য সেবা, নন্দীগ্রাম’ ফেসবুক
গ্রæপের একজন সদস্য। গত ১৬ মার্চ ২০২৩ তারিখে প্রচারিত বিশেষ কৃষি আবহাওয়া বার্তা থেকে আগাম
ঝড়-বৃষ্টির বিষয়ে জানতে পেরে তিনি তার স্ট্রবেরীর জমিতে বৃষ্টি শুরুর আগেই নিষ্কাশননালা তৈরী করেন, পুরোনো
ড্রেনসংস্কার করেন। যার ফলশ্রæতিতে বৃষ্টির পানি খুব সহজেই নিষ্কাশিত হয়ে যায়। জলাবদ্ধতার কারণে স্টবেরীর
গোড়াপঁচাসহ অন্যান্য রোগবালাই থেকে রক্ষা পায় তার প্রায় আঠারো হাজার স্ট্রবেরী চারা।এ প্রসঙ্গে উপজেলা
কৃষি অফিসার মোঃআদনান বাবু জানান, ডিজিটাল বাংলাদেশে কম বেশী সবাই স্মার্ট ফোন ব্যবহার করেন।
তরুণ প্রজন্মের কৃষি উদ্যোক্তাগণ এনড্রয়েট ফোন ব্যবহার করছেন। গ্রামের একজন সাধারণ কৃষকও সরাসরি
স্মার্ট ফোন ব্যবহার নাকরলেও তার বাড়ীতে কেউ না কেউ স্মার্ট ফোন ব্যবহার করেন। তাই কৃষি সেবাকে হাতের
মুঠোয় পৌঁছাতে এই বিশেষ উদ্যোগ গুলো গ্রহন করা হয়েছে। এর ফলে মানুষ ঘরেবে সই কৃষির নানা সমস্যার
সমাধান এবং আপডেট পেয়ে সময়ের সাথে তাল মিলাতে পারছেন। আগামীদিনে এই সেবার গুণগত মান আরো
বৃদ্ধির কাজ চলমান রয়েছে।