বগুড়ার কাহালুতে বিদ্যালয়ের নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন

- আপডেট সময় : ০৫:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মে ২০২৩
- / 137

বৃহস্পতিবার বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়নের পিড়াপাট দিঘীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪ তলা নব-নির্মিত একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিড়াপাট দিঘীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি, কাহালু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও পাইকড় ইউ পি চেয়ারম্যান মো. মিটু চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা জাসদের সভাপতি ও কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য এ কে এম রেজাউল করিম তানসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা জাসদের সভাপতি আশরাফ আলী খান আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পিড়াপাট দিঘীরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামছুর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুনসুর রহমান তানসেন, প্রচার সম্পাদক রুহুল আমিন, সদস্য ছানোয়ার হোসেন,
খয়রাত আলী মাষ্টার, ফেরদৌস আলম রানা, সামছুদ্দোহা খান রাবু, পাইকড়– ইউনিয়ন আৗযামীলীগের সভাপতি মো. আব্দুল খালেক, আ.লীগনেতা সৈয়দ আলী, আলী নুর আহসান পাপ্পু, সারেয়ার কাজী, পাইকড়– ইউনিয়ন জাসদের সভাপতি আব্দুল বাছেদ, সাধারণ সম্পাদক সাকিউল ইসলাম স্বাধীন সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।