বগুড়ার আদমদীঘিতে গাঁজাসহ গ্রেপ্তার ৩

- আপডেট সময় : ০৬:১৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / 122

বগুড়ার আদমদীঘিতে ৫৫০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১ টায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার নশরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের হানিফ চৌকিদারের ছেলে সাগর ফকির (৩২), আবু বক্কর সিদ্দিকের ছেলে মেহেদী হাসান (২৭) এবং সান্তাহার পৌর শহরের নতুন বাজার এলাকার মহির উদ্দিনের শেখের ছেলে জুয়েল রানা (৪৩)। আদমদীঘি থানার উপ পরিদর্শক প্রদীপ কুমার বর্মন জানান, সোমবার দুপুরে নশরতপুর ইউনিয়নের চাটখইর গ্রামের মাদক কারবারি সাগর ফকিরের বসত বাড়িতে গাঁজা বিক্রি করছিল। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদের গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এসময় তাদের তল্লাশি করে ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।