বগুড়ায় ১৬০ বোতল ফেন্সিডিলসহ আটক ১

- আপডেট সময় : ০৫:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩
- / 147

বগুড়ার শিবগঞ্জে ১৬০ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
সোমবার দিনগতরাত সোয়া দুইটার দিকে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
আটক মাদককারবারির নাম শহিদুল ইসলাম সুমন (২২)। তিনি কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার ঝোলাপাড়া গ্রামের নুরুন্নবীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার দিনগত রাত সোয়া ২ টার দিকে মুরাদপুর এলাকায় কুড়িগ্রাম টু ঢাকা গামী ফাইভস্টার পরিবহনের যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এসময় যাত্রী শহিদুল ইসলাম সুমন (২২) এর কাছে ১৬০ বোতল ফেনসিডিল পাওয়া গেলে তাঁকে আটক করা হয়।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর আশিক ইকবাল জানান, পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে এই অঞ্চলে নিয়মিত মাদকবিরোধী অভিযান চলছে। আটককৃত আসামীর বিরুদ্ধে শিবগঞ্জ থানায় মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।