মহান মে দিবস উপলক্ষে কাহালু উপজেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের উদ্যোগে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

- আপডেট সময় : ০৩:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১ মে ২০২৩
- / 116

মহান মে দিবস উপলক্ষ্যে সোমবার বগুড়ার কাহালু উপজেলা মৎস্য শ্রমিক
ইউনিয়নের উদ্যোগে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে কাহালু মৎস্য পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর কার্যালয়ে উপজেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু মৎস্য পোনা উৎপাদনকারী সমবায় সমিতি লিমিটেড এর সভাপতি মো. আব্দুর রাজ্জাক।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা ও কাহালু রেডরোজ কিন্ডার গার্ডেন (কেজি) স্কুলের অধ্যক্ষ মো. জহুরুল ইসলাম বাদশা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম রবি, সাধারণ সম্পাদক মেহেদী হাসান লিখন, সহ-সভাপতি নজরুল ইসলাম জিন্নাহ, সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক সাহেব আলী, অর্থ সম্পাদক সাইফুল, দপ্তর সম্পাদক রুহুল আমিন, প্রচার সম্পাদক লিটন, সদস্য জাহেরা বেগম, শহীদ, বিউটি বেগম, আবু জাফর রাহাত, আব্দুল মাসুদ, রোস্তম আলী প্রমূখ। উক্ত র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা মৎস্য শ্রমিক ইউনিয়নের অন্যান্য সদস্যবৃন্দ।